বার বার যদি মন ভেঙ্গে যায় তাহলে কি করবেন
আমাকে অনেকে বলে যে, তাদের মন বারবার ভেঙ্গে যায়, লোভ তাদের সঙ্গে কিছুদিন থাকে তারপর সব যেন এলোমেলো হয়ে যায়। আর পুনরায় জীবনটা আগের জায়গায় চলে আসে, যেখান থেকে শুরু হয়েছিল। এরা চেষ্টা করে সব কিছুকে ভুলতে আর জীবনের সঠিক লোককে জায়গা দিতে। কিন্তু এদের মনে সবসময় একটা ভয় থাকে …