শিশুদের সাথে কি করা উচিত? আর কি করা উচিত না?

What should be done with children? What else should not be done
শিশুদের সাথে মা

আমরা অভিভাবকরা আমাদের সন্তানদের বেড়ে উঠতে কতটুকু সহায়তা করি? আমাদের যারা বাবা -মা,বা আমরা যাদের অভিভাবক আমরা আমাদের প্রত্যেক সন্তানকে বেড়ে তুলতে ঠিক এইভাবে কতটুকু সহায়তা করি? আমরা ঠিক কতটুকু তাদের ওপর চাপাই তার দিকে একটু নজর দিই। অহেতুকও হয় অন্যান্য দিক থেকে বিবেচনা করলে। তাদের স্বচ্ছতার পথে আর কেউ নয়, যারা বাবা-মা তাদের সতর্কতা কামনা, ছোট ভাই-বোন থেকে শুরু করে আত্মীয় পরিজনদের মাঝে এ বার্তা পৌঁছাই। আপনার বড় ভাইয়ের মেয়েটি, কিংবা ছোট বোনের ছেলেটির দিকে একটু বিশেষ নজর দিন, এতে করে আপনার শত ব্যস্ততার সময়টা কিংবা অনেকেই আছি হেলায় সময় পার করি, আমরা কি পারিনা তাদের বেড়ে ওঠার পিছনের শক্ত খুঁটি হতে? তাহলে হয়তো আমাদের মিথস্ক্রিয়া যেমন সরল হতো, আমাদের সামাজীকিরনও তেমন গাম্ভীর্য হতো। অন্যথায় তাদের কাছে আমাদের হাই এমাউন্ট প্রত্যাশা অহেতুক!!!!
সন্তানের সাথে বাবা-মা বা পরিবারের অন্য সদস্যাদের করনীয়:
১. নিন্দা করবেন না – ভালবাসবেন।
২. লোভ দেখাবেন না – পুরষ্কার দেবেন।
৩. গালি দেবেন না – স্নেহ করবেন।
৪. লজ্জা দিবেন না – শিখেয়ে দেবেন।
৫. ভুল শেখাবেন না – সঠিক শেখাবেন।
৬. ভূল করলে বকুনি দিবেন না বরং উপদেশ দেবেন।
৭. ধমক দিবেন না – বুঝতে দেবেন।
৮. নিঃসঙ্গ রাখবেন না বরং সৎসঙ্গ দেবেন।
৯. কখনো ভয় দেখাবেন না – সাহস দেবেন।
১০. কখনো বেয়াদব বলবেন না – আদব শেখাবেন।
১১. নিরুৎসাহিত করবেন না বরং উৎসাহিত করবেন।
১২. অবহেলা করবেন না – গুরুত্বদেবেন।
১৩. মিথ্যা বলবেন না – সত্য বলবেন।
‘‘ তাই আসুন আমরা এ আহ্বান এর মর্মার্থ খুজি”