একজন সন্তানের জন্য এই পৃথিবীতে সবচেয়ে আপন হলো তার মাতা-পিতা। তেমনী করে মাতা-পিতার জন্যও সবচেয়ে আপন হলো সন্তান। কিন্তু এই সন্তানের বেড়ে উঠার সাথে সাথে কিছু কিছু বিষয়ের উপর নজর না রাখলে হতে পারে অনেক বড় ক্ষতি।
আসুন জেনে নেই শিশুদের প্রতি পিতা-মাতার করণীয়:
১। সন্তানের বয়স দু’বছরের বেশী হলেই তার সামনে আর আপনি কাপড়চোপড় পাল্টাবেন না।
২। দারুণ প্রাণচ্ছল কোন শিশু হঠাৎ নির্জীব হয়ে গেলে, তাকে প্রশ্ন করুণ, তার মনের অবস্থাটা বুঝতে চেষ্টা করুণ।
৩। কোন ছবি, কার্টুন ইত্যাদি বাচ্চাদের জন্য আনলে আগে তা নিজে দেখুন।
৪। কোন বই সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই তা কোমলমতি সন্তানের হাতে দিন।
৫। আপনার শিশুকে কারো কোলে বসতে দিবেন না।
৬। যদি প্রাপ্ত বয়স্ক কেউ আপনার শিশুকে উদ্দেশ্য করে বলছে: ‘আমার বৌ’, ‘আমার স্বামী’ – এটা অ্যালাউ করবেন না।
৭। কালো তালিকাভুক্ত কারুণ সেই সব বই, গান, মুভি, পরিবার বা ব্যক্তিকে-আপনি মনে করেন যে বা যা আপনার শিশুর মনের সৌন্দর্য্য নষ্ট করতে পারে।
৮। ৩ বছর বয়স হয়েছে এমন সন্তানকে তাদের ব্যক্তিগত গোপন স্থানসমূহ কিভাবে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে তা শেখান। সতর্ক করে দিন যেন সেসব এলাকা কেউ স্পর্শ করতে না পারে- নিষিদ্ধদের মধ্যে আপনিও আছেন (মনে রাখবেন চ্যারিটি নিগিনস অ্যাট হোম এ্যান্ড উইথ ইউ)।
৯। স্বাচ্ছন্দবোধ করছে না এমন কারো সাথে কোথাও যেতে আপনার শিশুকে জোরাজুরি করবেন না। পাশাপাশি লক্ষ্য রাখুন, আপনার শিশু বিশেষ কোন প্রাপ্ত বয়স্কের ভক্ত হয়ে উছেছে কিনা।
১০। একই সাথে ছোট থেকেই আপনার শিশুকে ধর্মীয় সুশিক্ষা দিন।
১১। বয়ঃসন্ধি পেরোচ্ছে এমন বাচ্চাকে যৌনমূল্যবোধ সম্পর্কে শিক্ষা দিন। আপনি যদি এ কাজ না করেন, তবে সমাজ তাকে ভূল টা শিখিয়ে দেবে।
১২। আপনার বাচ্ছা যখন বলছে সে খেলতে যাচ্ছে, তখন কোন ধরনের খেলা সে খেলছে সেদিকে লক্ষ্য রাখুন।