যে পাতা বয়সের ছাপ দূর করবে?

Basil leaves-তুলসী পাতা

সাজনে পাতাআচ্ছা কে না চায় নিজেকে সুন্দর দেখাক? আমরা প্রতিনিয়ত কত কিছু্ই না করে থাকি নিজে সুন্দর থাকতে। তবে সবচেয়ে ভালো হচ্ছে প্রাকৃতিক উপাদান আদিকাল থেকেই রুপচর্চার জন্য, ত্বকের কোনো ক্ষতি করে না যে কোনো প্রাকৃতিক উপাদানই। আমাদের কমবেশি সবার জানা আছে সজনে ডাঁটার পুষ্টিগুণ সম্পর্কে, কিন্তু এই পাতা যে রুপচর্চার কাজে খুবই কার্যকারী তা আমাদের অনেকের জানা নেই। নারী ও পুরুষ সবারই বয়স যত বাড়ে ততই মুখে বয়সের একটা ছাপ পড়ে। এই সজনে পাতা মানুষের মুখে বয়সের ছাপ দুরকরতে খুব ভালো কাজ করে।
তাহলে আসুন আমরা জেনে নেই কিভাবে ত্বকে সজনে পাতা ব্যবহার করবো? সজনে পাতার ব্যবহার প্রথমে ভালো করে গুঁড়া করে নিতে হবে রোদে শুকানো সজনে পাতা, এরপর এক টেবিল চামচ মধুর সাথে আধা টেবিল চামচ সজনে গুঁড় মেশাতে হবে। এরপর আধা টেবিল চামচ লেবুর রস ও এক টেবিল চামচ গোলাপজল এর সাথে যোগ করতে হবে। এবার দশ মিনিট এই মিশ্রণগুলো দিয়ে পেস্ট বানিয়ে মুখে লাগিয়ে রাখতে হবে। দশ মিনিট পর পানি দিয়ে মুখ ভালো ভাবে ধুয়ে ফেলুন। যেসব উপকার পাবেন-
১। ত্বকের কালচে কালচে ছোপ দূর করে।
২। ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধি করে মসৃণ ও সুন্দর করে তুলে।
৩। ভেতর থেকে পরিষ্কার করে ত্বকের বলিরেখা দূর করে।
৪. ত্বকের ব্রণ দূর করে।