ডিজিটাল মার্কেটিং এ SEO Ranking এর কাজ করতে Keyword Research অত্যান্ত গুরুত্বপূর্ণ । আসুন জেনে নেই Step by Step কিভাবে খুব সহজে Keyword Ranking Research করতে হয়।
- প্রথমে Google AdWords এ একটা একাউন্ট করতে হবে।
- ২/১ টা Keyword নিয়ে Google AdWords এ গিয়ে Tools>Keyword Planner এ গিয়ে Country Select করে Get Ideas এ ক্লিক করে Search করতে হবে।
- এবার Keyword Revealer তেও একটা একাউন্ট খুলতে হবে। তার জন্য এখানে ক্লিক করতে হবে।
- তারপর Keyword Revealer এ গিয়ে Tools>Keyword Tool এ গিয়ে Google AdWords এ Search করার পর উক্ত Keyword Copy করে এই সাইটে Paste করতে হবে। এবার পেয়ে যাবো আমরা আমাদের কাঙ্খিত Keyword
- আমরা যেই Keyword নিয়ে কাজ করবো সেই Keyword এর প্রথম যেটা Avoid করবো সেটা হচ্ছে Keyword Difficulty 30 এর বেশি হলে সেটা নিয়ে কাজ করবো না।
- তারপর যেটা করতে হবে নিচে যেই ১০ টা Competition আছে সেগুলো চেক করে দেখতে হবে যে আমরা তাদের চেয়ে ভালো Content দিতে পারবো কিনা আমাদের সাইটে।
তারপর আমরা এমন Keyword নিয়ে কাজ করবো যাদের Competition হতে হবে Page Authority ২০ এর কম, Domain Authority ৩০ এর কম এবং Backlinks ১০০ এর কম। যাতে করে আমাদের Competition কম হবে। উল্লেখ্য ভালো মানের ডুমেইন হোস্টিং ক্রয় করতে চাইলে Kholifa Hosting এই সাইট থেকে নির্দিধায় ক্রয় করতে পারেন। এটি একটি বিশ্বস্ত ডুমেইন হোস্টিং কোম্পানী।
- এভাবেই আমরা খুব সহজে Keyword Ranking Research করতে পার
আর এছাড়াও খুব সহজে ভালো মানের Keyword খুঁজে পেতে হলে Keyword Everywhere Extension ব্যবহার করুন।
ধন্যবাদ