এতটা পরিবর্তন হও যাতে লোকে সবার আগে তোমাকে খোঁজে

atota poribborton hou-blog.durjoybd.comএকদিন একটি ফকির ১০০ টাকা কুড়িয়ে পায়, আর সে সারাদিন এটাই ভাবে যে, এই টাকা দিয়ে কি কেনা যায়? আর এভাবে সারাটা দিন চলে যায়। আর সন্ধ্যের সময় সে ওই ১০০ টাকাটা ফেলে দেয়, আর বলে হে খোদা এই 100 টাকার কারনে আমি আজ সারাদিনে আপনাকে মনে করতে পারেনি। কিন্তু যাদের কাছে লাখো কোটি টাকা আছে তারা কিভাবে আপনাকে মনে করে? দুটি হাত দিয়ে আমরা একশটা লোককে মারতে পারবো না, কিন্তু এই দুটো হাত দিয়ে আমরা লাখো লোক এর মন জয় করতে পারি।

খারাপ সময় যে পাশে থাকে সেই অপরিচিত হলেও মনে গেঁথে যায় আর। এই সময় যারা ছেড়ে যায় তারা আপন হলেও মনের বাইরে চলে যায়। যাকে আমরা সব থেকে বেশি বিশ্বাস করি যদি সেই আমাদের ধোকা দেয় তাহলে সারা পৃথিবীর উপর থেকে বিশ্বাস চলে যায়। যারা আমাকে বলে যে কিছু কিছু জায়গায় তোমার জন্য সমালোচনা হচ্ছে, তখন আমি তাকে বলি যে সমালোচনা কেবল তারই হয় যে জীবিত আছে। কারণ মৃত লোকের কেবল প্রশংসা হয়।
যে আপনার রাগ সহ্য করেও কেবল আপনার সাথেই থাকতে চায় তাহলে তার থেকে বেশি ভালো আপনাকে আর কেউ বাসতে পারবেনা। টাকা তো সবাই রোজগার করে, সাথে কিছু দোয়া রোজগার করুন। কারণ দোয়া সেখানে কাজে আসে, যেখানে টাকা কাজে আসেনা।

যে জ্ঞানী তাকে বোঝানো যায়, যে অজ্ঞানই তাকেও বোঝানো যায় কিন্তু যে অহংকারী তাকে কেউ বোঝাতে পারবে না। তাকে কেবল সময় বোঝাবে। যে নিজে খারাপ সময় দেখেছে সে কখনোই অন্য কারোর খারাপ চাইবে না।
প্রশংসা যেভাবে খুশি করতে পারেন কিন্তু অপমান খুব ভেবেচিন্তে করবেন। কারণ অপমান হলো এমন একটা জিনিস যা সুদ সমেত আপনার কাছে ফিরে আসবে। কিছু মানুষের চোখের ঘুম কেড়ে নেয় তাদের দায়িত্ব তাই রাত জেগে থাকা প্রতিটি মানুষ প্রেমিক হয় না। যদি রবের সাথে আপনার সম্পর্ক মজবুত হয় তাহলে পৃথিবীর মানুষ আপনার কোন ক্ষতি করতে পারবেনা।

একটি বছরের মূল্য বুঝতে চান? তাহলে জিজ্ঞেস করুন তাকে যে এক্সাম এ ফেল করেছে। একটি মাসের মূল্য তাকে জিজ্ঞেস করুন, যে এক মাসের স্যালারি পায়নি। একটি সপ্তাহের মূল্য তাকে জিজ্ঞেস করুন, যে এক সপ্তা হসপিটালে ছিল। একটি দিনের মূল্য তাকে জিজ্ঞেস করুন, যে সারাদিন না খেয়ে আছে। একটি ঘণ্টার মূল্য তাকে জিজ্ঞেস করুন, যে কারো অপেক্ষা করছে। একটি মিনিটের মূল্য তাকে জিজ্ঞেস করুন, যার ট্রেন এক মিনিটের জন্য মিস হয়ে গেছে। আর এক সেকেন্ডের মূল্য তাকে জিজ্ঞেস করুন, যে অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছে। তাই প্রতিটি মুহূর্তের জন্য শুকরিয়া আদায় করুন।

আমার কাছে সময় নেই সেইসব লোকগুলো ঘৃণা করার, যারা আমাকে অফ ছন্দ করে। কারণ আমি তাদেরকে নিয়ে অনেক বিজি যারা আমাকে ভালোবাসে। কিছু লোক তো ডোলের মত হয়, যারা আওয়াজ তো অনেক করে, কিন্তু ভেতর থেকে খালি থাকে। আর কিছু লোক ফুলের মত হয় ,যারা শান্ত চুপচাপ থাকে কিন্তু নিজের বন্ধ চারিদিকে ছড়িয়ে দেয়।

যদি কারোর আপনার সাথে কথা বলার ধরণ বদলে যায় তাহলে এটা বুঝে নেবেন তার স্বার্থ শেষ হয়ে গেছে। মনে কোন কথা গোপন রাখবেন না, আর আপনজনের কাছে মিথ্যা কথা বলবেন না। কারণ কথা বললে তার সমাধান হবে কিন্তু গোপন করলে দূরত্ব তৈরি হবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, কেবল তাকে নিজের মনের কথা বলবেন, যে আপনার চুপ থাকার ভাষা বুঝে। কারণ যে চুপ থাকার ভাষা বোঝে না, সে আপনার কথাও বুঝতে পারবে না।
তাদের পরোয়া করা বন্ধ করুন, যারা আজ আপনাকে অপমান করে। এদের ও একদিন মাথানত করাবেন যেদিন আপনার সময় আসবে। কেবল কখনো নিজের উপর অহংকার করবেন না। যেমন লেবুর একটি ফোটা অনেক দুধ কে নষ্ট করে দিতে পারে। একইভাবে অহংকার ভালো ভালো সম্পর্ককে নষ্ট করে দিতে পারে।

মানুষের জীবন কেবল দুটি জিনিস পরিবর্তন করতে পারে, একটি হলো ভালো ভাগ্য আর অপরটা হলো কঠোর পরিশ্রম। কিন্তু সত্যিটা হলো ভাল ভাগ্য সবার হয় না আর কঠিন পরিশ্রম সবাই করতে পারে না। আজ লোক ছোট ছোট সমস্যায় আটকে পড়েছে, কারোর পড়তে ভালো লাগছে না, কেউ সকালে উঠতে পারছে না, কেউ নিজের মাইন্ড এর উপর কন্ট্রোল করতে পারছে না আবার কেউ সবসময় অলসতা কাটাচ্ছে। এইসব সমস্যা তো অনেক ছোট। আপনি বিশ্বাস করুন, আপনি সবকিছু করতে পারবেন। কিন্তু একবার ভাবুন যদি আজ এই ছোট ছোট সমস্যা থেকে যদি আপনি জিততে না পারেন, তাহলে যখন জীবনের আসল পরীক্ষা হবে সেখানে আপনার হার নিশ্চিত।
তাই এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করুন। যে কাজ করতে ভালো লাগেনা সেটাও করে দেখান। যেমন আপনার ঘুম ভাঙ্গে না তাহলে সকালে উঠে দেখান। আর নিজের কনফিডেন্স কে একটা মজবুত করুন, যাতে আপনার নিজের উপর বিশ্বাস হয়, যে আপনি সেই সমস্ত কিছু পাবার যোগ্য যে আপনি চান। আর যদি না পারেন তাহলে আপনার কাছে কেবল একটি রাস্তা আছে, সেটা হল নিজের ভুলকে অন্যের ওপর চাপিয়ে দেওয়া। কিন্তু এটা করে আপনি কি পাবেন? কিছুই না। আপনি লুজার হয়ে থেকে যাবেন।

তাই কমেন্ট করে এটা অবশ্যই বলবেন আপনি লুজার হয়ে থাকতে চান নাকি আপনার মধ্যে সেই ক্ষমতা আছে কিছু করে দেখানোর যে সবাই করতে পারে না।
প্রতিটা কথা মনীষীদের বাণী