যেভাবে হাল না ছেড়ে কিছু করবেন

jevabe hal na chere kicu kora-blog.durjoybdচিন্তা করলে কোথায় শখের শহর? চলো জরুরি লক্ষ্যে পৌঁছানোর রাস্তায়। শুধু চিন্তা করতে থাকলে কিছুই মিলবে না, আপনাকে শুরু করতেই হবে। আপনাকে যুদ্ধ তো করতেই হবে। আর মনে রাখবেন সংঘর্ষে মানুষ সব সময় একই থাকে। এ দুনিয়া তো তখন সাথে থাকে যখন সে সফল হয়ে যায়। যখন সে মানুষ সফল না হয় ততক্ষণ তার চেষ্টায় মানুষ হাসে। কিন্তু মনে রাখবেন, যার যার ওপর এ দুনিয়া হেসেছে তারাই ইতিহাস রেখেছে।

কারণ দুনিয়া তাদের উপরে হাসে যে আলাদা কিছু করে দেখায়। আর কিছু আলাদা করা মানুষেই সবচেয়ে আগে এগিয়ে যায়। বাস তুমি থমকে যেওনা, কেউ অনেক ভালো কথা বলেছে যে পাখাগুলো কে খেলো। এই জমানা শুধু উড়ান দেখে, কখনো চেষ্টা করতে ভয় পাবে না, খাবরাবে না। কেন চিন্তা করুন জীবনে কি হবে? এটা সব সময় কেন চিন্তা করো যে খারাপই হবে? বাড়তে থাকো নিজের লক্ষ্যের দিকে। হয়তো সফলতা পাবে না হয় নতুন অভিজ্ঞতা হবে।

আর মানুষের চিন্তা করা সবচেয়ে আগে ছেড়ে দাও। কারণ এটা দুনিয়ার তিক্ত সত্য মানুষ তোমার কথার মানে বুঝবেই না। কিন্তু যদি তাদের মতলবের কথা হয় তাহলে সব বুঝে যাবে। তোমায় সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসবে না। কিন্তু তোমার খারাপ গুনো গান করার জন্য সবাই এগিয়ে আসবে। এই জন্য জীবনে এমন কিছু কাজ করো যে, পরিচিতি বেড়ে যায়। চলো তো এমন চলো যে, চিহ্ন থেকে যায়।

জীবন তো সবাই যাপন করে, যদি দম থাকে তাহলে এভাবে বাঁছো যেন উদাহরণ হয়ে যায়। দেরী করেই হোক তবুও জীবনে কিছু হাসিল করো। মনে রেখো ধনিদের বাসায় বসে থাকা কাকও ময়ূর দেখায়, কিন্তু গরিব ঘরের ক্ষুধার্থ বাচ্চা ও চোর দেখায়। জীবনে পৈত্রিত্র শিক্ষা বইতে পাবেনা, জয় আর পরাজয় বেশি অন্তর নেই। হেরে যায় সে যে মেনে নেয়, আর জিতে যায় সে, যে সিদ্ধান্ত নিয়।

আলোচনার শেষে শুধু এটুকুই বলবো: মুশকিল, পেরেশানি, রোগ, গরিবী কঠিনতা এইসব সকলের জীবনে আসে। আর এইসব আসা অনেক জরুরী। এই কারনেই আপনি আপনার জীবনে দামি সময়ের মূল্য বুঝেন।
শেয়ার করুন  বন্ধুদের মাঝে, ধন্যবাদ